অবৈধ পথে বিদেশে যাওয়ার চেষ্টা করাকে ভয়ানক মরণযাত্রা অভিহিত করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, এটা থেকে আমাদের সরে আসতে হবে। শুক্রবার (২২ জুলাই) শরীয়তপুরে মানবপাচার প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভায় এ আহবান জানান। প্রথমবারের মতো এ সভা করে পররাষ্ট্র মন্ত্রণালয়। শরীয়তপুরকে প্রথম সভার স্থান হিসেবে বেছে নেওয়ার কারণ এ অঞ্চল থেকেই অবৈধ পথে বিদেশ যাওয়ার চেষ্টা চলে বেশি।
সভায় অবৈধ অভিবাসনের ভয়াবহ পরিণতি তুলে ধরে পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ জানান, ২০২০ সালের মে মাসে লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে বন্দুকের গুলিতে ২৬ জন বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হন। তিনি জানান, বাংলাদেশি কেউ অবৈধ পথে গিয়ে হত্যার শিকার হোক এটি সরকার চায় না।
অবৈধ পথে বিদেশ যাওয়ার প্রাসঙ্গিকতা বুঝাতে গিয়ে পুলিশ প্রধান বলেন, ১৫-২০ লাখ টাকা খরচ করে এভাবে কেন বিদেশ যেতে হবে? ইউরোপে কিন্তু কেউ প্রাসাদ বানিয়ে বসে নেই। ছোট একটি ঘরে ১৫-২০ জন গাদাগাদি করে থাকতে হয় সেখানে।
এমকে