কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট ও টি-টোয়েন্টিতে ভালো করতে না পারলেও ওয়ানডেতে দুর্দান্ত করেছে বাংলাদেশ। আগামী ১৬ জুলাই জিম্বাবুয়ে রওনা দেবে লাল-সবুজের দল। এ সফর উপলক্ষ্যে ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন মুশফিকুর রহিম। দলনেতা মাহমুদুল্লাহ রিয়াদও বাদ পড়েছেন। তার বদলে দলের নেতৃত্ব দেওয়া হয়েছে উইকেট রক্ষক নুরুল হাসান সোহানকে। শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
সোহানকে দায়িত্ব দেওয়ার বিষয়ে জালাল বলেন, ‘টি-টোয়েন্টি টিম নিয়ে আমাদের কিছু ইস্যু ছিল। আমরা কয়েক দিন ধরে আলাপ-আলোচনা করছিলাম। কারণ আপনারা জানেন যে, টেস্ট ও টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে উন্নতি করতে পারছি না। সেজন্য সামনে যেহেতু টি-টোয়েন্টি একটা সিরিজ আছে, এজন্য অনেক চিন্তাভাবনা ছিল বোর্ডের। আমরা কয়েক দিন ধরে আলাপ-আলোচনা করছি তার ক্যাপ্টেন্সি ইস্যু নিয়ে। আমরা আজকে মাহমুদউল্লাহকে ডেকেছিলাম এবং টি-টোয়েন্টি টিম নিয়ে আলাপ করেছি। তার সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, এবার আমরা নতুন টিম পাঠাতে চাচ্ছি জিম্বাবুয়েতে।’
মাহমুদউল্লাহর অধীনে সর্বশেষ ১৩ ম্যাচে মাত্র একটিতে জিতেছে বাংলাদেশ দল। এছাড়া সব মিলিয়ে ৪৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে মাত্র ১৬ ম্যাচে দলকে জেতাতে পেরেছেন তিনি।
অধিনায়ত্ব পাওয়ার পর ব্যাট হাতেও পারফরম্যান্সে অনুজ্জ্বল ছিলেন মাহমুদউল্লাহ। সর্বশেষ ১৩ ম্যাচে তার ৩০ পেরোনো ইনিংস কেবল একটি, ২০ পেরোনো ইনিংসও মাত্র দুইটি।
জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ টি-টোয়েন্টি দল: মুনিম শাহরিয়ার, এনামুল হক, লিটন দাস, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন।
জিম্বাবুয়ের সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সিরিজে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ৩০ ও ৩১ জুলাই এবং ২ আগস্ট। হারারেতে হবে ম্যাচগুলো। এরপর ওডিআই সিরিজ। প্রথম ওয়ানডে ম্যাচ হবে ৫ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ৭ ও ১০ আগস্ট।