ওয়ানডে দলে নতুন মুখ, নেই সাকিব

২৩ জুলাই ২০২২

আসন্ন জিম্বাবুয়ে সফরে উপলক্ষ্যে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। রাখা হয়েছে টি-টোয়েন্টির দল থেকে বাদ পড়া মাহমুদউল্লাহকেও। শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য ১৬ সদস্যের দল দিয়েছে বিসিবি।

 

দলে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অনেক আগেই এ সফর থেকে ছুটি নিয়েছেন তিনি। ফলে দুই ফরম্যাটের দলে নেই তাঁর নাম। এ ছাড়া বাদ পড়ার তালিকায় রয়েছেন পেসার ইবাদত হোসেন। চোটের কারণে নেই ইয়াসির আলি চৌধুরী ও মোহাম্মদ সাইফউদ্দিন। এ সফরে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল।

 

বিসিবির সূচি অনুযায়ী বাংলাদেশ দলের ২৬ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। সিরিজে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ৩০ ও ৩১  জুলাই এবং ২ আগস্ট। হারারেতে হবে ম্যাচগুলো। এরপর ওডিআই সিরিজ। প্রথম ওয়ানডে ম্যাচ হবে ৫ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ৭ ও ১০ আগস্ট।

 

বাংলাদেশ ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, ‍মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম।

 


মন্তব্য
জেলার খবর