বাগেরহাটে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন

১৯ মার্চ ২০২২

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের চিতলমারীতে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ মার্চ) দুপুর উদ্বোধন করেছেন  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন।

উদ্বোধন করা কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবন, শ্যামপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, খাদ্য গুদাম, গোড়া নালুয়ার আশ্রয়ন প্রকল্পের ঘর, চিতলমারী সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, উপজেলা চত্বরের মডেল মসজিদ। উদ্বোধনকালে চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়সহ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এমকে


মন্তব্য
জেলার খবর