আইটি এক্সিকিউটিভ পদে ভিশন-২০২০-তে নিয়োগ

২৪ জুলাই ২০২২

সনামধন্য সেরকারি প্রতিষ্ঠান ভিশন-২০২০ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র আইটি এক্সিকিউটিভ পদে ৫ জনকে নিয়োগ দেবে। বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্যতাপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ। আবেদন করা যাবে ১৫ আগস্ট, ২০২২ পর্যন্ত।

 

আবেদন করতে যে যোগ্যতা লাগবে:

প্রার্থীকে ডিপ্লোমা ইন কম্পিউটার/ ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি) ইন কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিগ্রিধারী হতে হবে।

 

যে দায়িত্ব পালন করতে হবে:

  • ই-জিপি টেন্ডার ওয়ার্ক
  • মাইক্রোসফট অফিস এ্যাপ্লিকেশনে ডকুমেন্ট তৈরি
  • গ্রাফিকস ডিজাইন (এ্যাড ডিজাইন, ফটো এডিটিং ও টেক্সট এডিটিং) ওন এডোবি ফটোশপ এ্যান্ড ইলাসট্রেটর
  • ফাইল ম্যানেজমেন্ট ও ডাটা এ্যান্ট্রি
  • ওয়েব ডেভেলপমেন্ট (পিএইচপি, ওয়ার্ডপ্রেস)
  • কম্পিউটার সফটওয়ার ও হার্ডওয়ার বিষয়ে জ্ঞান থাকতে হবে
  • ইনলিস্টটেড ক্লাইন্ট ও কর্পোরেট অফিস ক্লাইন্টদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষণাবেক্ষণ করতে হবে
  • টাইপিংয়ের গতি বাংলায় প্রতিমিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে প্রতিমিনিটে ৩৫ শব্দ থাকতে হবে।

 

 

অভিজ্ঞতা:

সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া প্রার্থীর ই-জিপি প্রিফারেবলের (e-Gp expert preferable) ওপর অভিজ্ঞতা থাকতে হবে।

 

চাকরির ধরণ: ফুলটাইম

 

কর্মস্থল: ঢাকা

 

বেতন : আলোচনা সাপেক্ষে

 

যেভাবে আবেদন করবেন:

আগ্রহী প্রার্থীদের [email protected]এ ঠিকানায় সিভি ও পাসপোর্ট সাইজের ছবি মেইল করতে বলা হয়েছে।

 

বিস্তারিত জানতে ভিজিট করুন https://vision2020bd.com/career এ ঠিকানায়।


মন্তব্য
জেলার খবর