করোনা থেকে সেরে উঠছেন বাইডেন

২৪ জুলাই ২০২২

করোনাভাইরাসে থেকে সেরে উঠতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। করোনার উপসর্গগুলো কমে আসছে বরে হোয়াইট হাউসের ডাক্তার শনিবার জানিয়েছেন। দুদিন আগে বাইডেনের করোনাভাইরাস শনাক্ত হয়।

 

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিকে লেখা এক চিরকূটে ডাক্তার কেভিন ও কন্নর জানান, আইসোলেশানে থাকা বাইডেনের গলা ব্যথা, নাক দিয়ে পানি পড়া, কাশি ও শরীরে ব্যথার উপসর্গ রয়েছে। কিন্তু এসব উপসর্গের তীব্রতা এখন ধীরে ধীরে কমে যাচ্ছে।

 

বাইডেনের নাড়ি, রক্তচাপ, তাপমাত্রা ও অক্সিজেনের লেভেল খুবই স্বাভাবিক রয়েছে। বাইডেনের প্যাক্সিলোভিড ও টেলিনল ঔষধ সেবন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

কেভিন আরো জানান, প্রাথমিক অনুসন্ধান থেকে মনে করা হচ্ছে বাইডেন তীব্র সংক্রমণযোগ্য অমিক্রনের উপধরন বিএ.৫ দ্বারা আক্রান্ত হয়েছেন।


মন্তব্য
জেলার খবর