যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, শিশুসহ নিহত ৫

২৪ জুলাই ২০২২

বন্দুক হামলার বৃত্তে যেন আটকে গেছে যুক্তরাষ্ট্র। এবার আইওয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন একই পরিবারের তিনজন। পরে আত্মহত্যা করেন বন্দুকধারী নিজেও। অন্যদিকে ওয়াশিংটনে পৃথক ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

 

স্থানীয় সময় শুক্রবার (২২ জুলাই) দেশটির আইওয়া অঙ্গরাজ্যে একই পরিবারের তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অঙ্গরাজ্যটির একটি পার্ক থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে ছয় বছর বয়সী এক শিশুও রয়েছে।

 

একই পার্কে গুলিবিদ্ধ আরও একজনের মরদেহ পেয়েছে পুলিশ। তাদের ধারণা, তিনজনকে হত্যার পর আত্মহত্যা করেছে বন্দুকধারী। তবে, এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা জানতে শুরু হয়েছে তদন্ত।

 

এদিকে, একইদিন ওয়াশিংটনেও ঘটেছে বন্দুক হামলায় হতাহতের ঘটনা। এতে একজন নিহত হন এবং গুরুতর অবস্থায় অন্তত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, একটি জনসমাগমস্থলে বন্দুক হামলা চালানো হলে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় একাধিক হামলাকারী জড়িত থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। এরই মধ্যে তাদের ধরতে অভিযান শুরু হয়েছে। খবর রয়টার্সের।


মন্তব্য
জেলার খবর