কক্সবাজার, কুয়াকাটাসহ সমুদ্র এলাকায় নেট দিয়ে চিংড়ির পোনা আহরণ বন্ধ করার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, এ দিকটায় একটু বিশেষ নজর দেওয়া দরকার। এসব জায়গায় হ্যাচারি তৈরি করে দিতে হবে। শুধু চিংড়ির পোনা উৎপাদন করলে হবে না। সেটা যেন স্বাস্থ্যসম্মতভাবে যেখানে চিংড়ির চাষ হয়, সেসব এলাকায় যেন পৌঁছে যেতে পারে।
রোববার (২৪ জুলাই) ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ উদযাপন এবং ‘জাতীয় মৎস্য পদক-২০২২’ প্রদান অনুষ্ঠানে এ সব কথা বলেন। রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।
সবাইকে মাছ উৎপাদনে এগিয়ে আসার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, যার যেখানে একটু জলাধার আছে, সেখানে মাছের চাষ করেন। নিজেরাও খেতে পারবেন, (বিক্রি করলে) লাভও হবে।
সরকারের সমালোনাকারীদের প্রসঙ্গে সরকার প্রধান বলেন, ‘যারা নাই নাই, গেলো গেলো, হায় হায় করে বেড়াচ্ছে; এই হায় হায় পার্টি হায় হায় করতেই থাকুক। মাঝে মাঝে তো একটু তাদের বলতে দিতে হবে। আর আমরা আমাদের কাজ করে যাই, দেশ এগিয়ে যাক।’ দেশ এগিয়ে যাবে, জনগণ আমাদের পাশে আছে, ইনশাল্লাহ- যোগ করেন শেখ হাসিনা।
এমকে