সংসদ নির্বাচনকে একটি কঠিন ও জটিল কর্মযজ্ঞ হিসেবেই দেখছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বলেছেন, অনেক সীমাবদ্ধতা আছে। সব অংশীজনের প্রতিশ্রুতি, কমিটমেন্ট থাকতে হবে নির্বাচনকে সহযোগিতাপূর্ণভাবে অনুষ্ঠানের সুযোগ করে দেওয়ার। নির্বাচনকালীন সরকারের ভূমিকাও হবে অনেক গুরুত্বপূর্ণ। এমন কঠিন ও জটিল কর্মযজ্ঞে সবার আন্তরিকতা প্রয়োজন, আন্তরিকতা থাকলে এ কর্মযজ্ঞ অসাধ্য হবে না।
রোববার (২৪ জুলাই) বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে পূর্বনির্ধারিত সংলাপের শুরুতে এসব কথা বলেন সিইসি। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংলাপে এ সংলাপ হয়।
ইসি তার দায়িত্ব সঠিকভাবে পালনে সবার দোয়া চায় উল্লেখ করে সিইসি জানান- আল্লাহর রহমত ও দয়া যদি না থাকে, তবে আমাদের জন্য বিষয়টি কঠিন হবে। কাজেই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমরা আমাদের দায়িত্বটা সঠিকভাবে এবং আল্লাহর দিকে তাকিয়ে পালন করতে পারি।’
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাফেজ আতাউল্লাহ ইবনে হাফেজীর নেতৃত্বে ১২ সদস্যের একটি দল সংলাপে অংশ নেন। সিইসি সংলাপে সভাপতিত্ব করেন। ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ অন্যান্য চার কমিশনার সংলাপে উপস্থিত ছিলেন।
এমকে