আমদানি প্রতিস্থাপক কার্যক্রম নিতে হবে: সিপিডি

২৪ জুলাই ২০২২

বর্তমান পরিস্থিতিতে আমদানি প্রতিস্থাপক কার্যক্রম নিতে হবে বলে জানিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। বলেছেন, ডলারটা কীভাবে কম খরচ করতে হয় সেটা দেখতে হবে। যদি আমদানি কমানো যায়, এক ডলারও যদি সঞ্চয় করা যায়- সেটি কিন্তু এক ধরণের আর্ন (অর্জন)। সুতরাং সেদিকে নজর দিতে হবে। রোববার (২৪ জুলাই) রাজধানী ঢাকার ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ: কতটা ঝুঁকিপূর্ণ?’ শীর্ষক মিডিয়া ব্রিফিং ও বিষয়ভিত্তিক আলোচনায় এ কথা বলেন।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, গত কয়েক বছর ধরে দেশের রফতানি প্রতিযোগিতা কমে যাচ্ছে। খুবই অল্প সময়ে টাকার মূল্য ১০ শতাংশ অবমূল্যায়ণ করা হয়েছে, এটা প্রতিনিয়ত করা হলে আমদানির ওপর এমন চাপ পড়তো না। তিনি জানান, রফতানির পরিমাণ বাড়লেও মূল্য বাড়ছে না। পক্ষান্তরে আমদানির পরিমাণ না বাড়লেও আমদানি মূল্য বাড়ছে। আমদানির নামে ওভার প্রাইসিংয়ের ক্ষেত্রে সরকারকে শূন্য সহিষ্ণুতা দেখাতে হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর