মারিওপোলে ব্যাপক ক্ষতির মুখে পড়া রুশ সেনারা তাদের নিহত সহকর্মীদের মরদেহও উদ্ধার করতে পারছে না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার রাতে দেওয়া এক ভাষণে তিনি এ কথা জানিয়েছেন।
জেলেনস্কি বলেন, ‘বিশেষ করে যেসব এলাকায় যুদ্ধ চলছে, সেখানে আমাদের প্রতিরক্ষার আওতায় থাকা রুশ সেনাদের মরদেহও তাদের সহকর্মীরা সংগ্রহ করতে পারছে না।’
এছাড়াও একই ভাষণে মারিওপোল দখল ইতিহাসে রাশিয়ার সেনাদের যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হবে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি।
জাতির উদ্দেশে দেওয়া এ ভাষণে জেলেনস্কি বলেন, ‘শান্তিপূর্ণ শহরে দখলদারার যা করেছে, তাদের এই সন্ত্রাসবাদ আগামী শতাব্দিগুলোও মনে রাখবে।
এদিকে ইউক্রেনে সেনা অভিযানের পর থেকে শুধু কিয়েভেই ১২৭ রুশ নাশকতাকারীকে বন্দির দাবি করেছে, শহরটির প্রশাসন।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান মিকোলা ঝিরনভ জানিয়েছেন, ‘ রাশিয়ার সেনা অভিযোনের পর থেকে এ পর্যন্ত ১৪টি গ্রুপে থাকা ১২৭ নাশকতাকারীকে আটক করা হয়েছে।’ ঝিরনভের দাবি, চেকপয়েন্ট আর রাস্তায় রাস্তায় তল্লাশি এই নাশকতাকারীদের ধরতে ব্যাপক সহায়তা করেছে।
সূত্র: আল জাজিরা