বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি এসডিএসসি প্রজেক্টে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ৩১ জুলাই ২০২২ পর্যন্ত।
পদের নাম: টেকনিক্যাল প্রজেক্ট অফিসার
প্রজেক্ট: এসডিএসসি
পদসংখ্যা: ১
যোগ্যতা: ডেভেলপমেন্ট স্টাডিজ, সমাজবিজ্ঞান, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই থেকে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ইয়ুথ অ্যান্ড ভলান্টিয়ারিংয়ের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রজেক্ট অ্যাসেসমেন্ট, ডিজাইন, বাস্তবায়ন, মনিটরিং ও ইভ্যালুয়েশনে দক্ষ হতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য)।
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)।
কর্মস্থল: ন্যাশনাল হেডকোয়ার্টার, ঢাকা (তবে ফিল্ড ভিজিট করতে হবে)।
বেতন: মাসে ৫৫,০০০–৬০,০০০ টাকা।
আবেদন যেভাবে করচেবন:
আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানটির লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।