মিয়ানমারের গণতন্ত্রপন্থি চার নেতার মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সামরিক সরকার। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোব্যাল নিউ লাইট অব মিয়ানমারের বরাতে এ তথ্য জানিয়েছ সংবাদমাধ্যম বিবিসি।
মৃত্যুদণ্ডের সাজা কার্যকর হওয়া চার জনের মধ্যে অং সান সু চির দলের আইনপ্রণেতা ফিও জেয়া থাও আছেন। বাকি তিন জন হলেন— লেখক ও সমাজকর্মী কো জিমি, হ্লা মায়ো অং এবং অং থুরা জাওর।
তাদের বিরুদ্ধে নৃশংস ও অমানবিক সন্ত্রাসী কার্যক্রম সংঘটনে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে,এ চার জনের মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করার মধ্য দিয়ে মিয়ানমারের সামরিক সরকার কয়েক দশকের মধ্যে প্রথমবার সবোর্চ্চ দণ্ড কার্যকর করল।
গণতন্ত্রপন্থি আন্দোলনকারীদের বিরুদ্ধে এ মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে বিশ্বব্যাপি নিন্দার ঝড় উঠেছে। জাতিসংঘের দুই বিশেষজ্ঞ এ ঘটনাকে জনগণের মধ্যে ভয় সৃষ্টির একটি জঘন্য প্রচেষ্টা বলে অভিহিত করেছিলেন।