বিনোদন জগতে সবচেয়ে বেশি টাকা কর দিয়েছেন অক্ষয় কুমার। এ বলিউড অভিনেতাকে বিশেষ সম্মানফলক ও একটি প্রশংসাপত্রও পাঠিয়েছে আয়কর দফতর। সরকারি প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছর ধরে সর্বোচ্চ করদাতার খেতাব জিতে আসছেন ‘প্যাডম্যান’।
বর্তমানে টিনু দেশাইয়ের সঙ্গে একটি ছবির শ্যুটে ব্রিটেনে রয়েছেন অক্ষয়। তাই অভিনেতার হয়ে আয়কর দফতরের প্রশংসাপত্র গ্রহণ করেছে তার দল।
মুম্বাইয়ের বেশ কিছু সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, বলিউডে অক্ষয়ের ছবির সংখ্যা সবচেয়ে বেশি। তার করা বিজ্ঞাপণের সংখ্যাও নেহাত কম নয়। সব মিলিয়ে স্বাভাবিক ভাবেই তার আয়ও বেশি। যে কারণে অক্ষয় ধারাবাহিকভাবে গত পাঁচ বছর ধরেই ভারতের সর্বোচ্চ করদাতাদের মধ্যে রয়েছেন। অভিনেতার প্রাপ্ত প্রশংসাপত্র ইতোমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।
অক্ষয়কে পর্দায় শেষ দেখা গিয়েছিল ‘সম্রাট পৃথ্বীরাজ’-এ। বিপরীতে মানুশি চিল্লার। আগামী কয়েক মাসেও তার একাধিক ছবি মুক্তি পাচ্ছে। তালিকায় রয়েছে ‘রক্ষা বন্ধন’, ‘রাম সেতু’ ও ‘সেলফি’। ঝুলিতে রয়েছে ‘ওহ মাই গড ২’-ও।