মুর্মুকে অভিনন্দন পুতিনের

২৫ জুলাই ২০২২

ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় শপথ গ্রহণ করেন তিনি। তার শপথ গ্রহণের আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে শুভেচ্ছা জানিয়েছেন।  এক অভিনন্দন বার্তায় তিনি জানিয়েছেন, ‘ভারতের সঙ্গে রাশিয়ার বিশেষ কৌশলগত সম্পর্কের ক্ষেত্রগুলিতে আমরা বহু দিন ধরেই জোর দিচ্ছি। আশা করি, ভারত-রাশিয়া রাজনৈতিক সংলাপ এবং বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ সহযোগিতার ক্ষেত্রে আপনার ভূমিকা আরও জোরদার হবে। এর ফলে আন্তর্জাতিক নিরাপত্তা ও সুস্থিতি বাড়বে।’

 

কূটনৈতিক মহলের বক্তব্য, এ সক্রীয়তা প্রমান করে নয়াদিল্লিকে পাশে রাখতে চায় মস্কো। রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর ভারত ভারসাম্যের কূটনীতি নিয়ে চলছে। আমেরিকা এবং গোটা পশ্চিমা বিশ্ব এককাট্টা হয়ে রাশিয়ার নিন্দা করে চললেও তাতে গলা মেলায়নি নয়াদিল্লি। বিনিময়ে রাশিয়া থেকে সস্তায় অশোধিত তেল কিনে মজুত করছে ভারত। কিন্তু পশ্চিমের চাপ যেভাবে বাড়ছে, তাতে মস্কোর ব্যাপারে চোখ বুঁজে থাকা ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে ভারতের পক্ষে। কারণ যুদ্ধ শেষ হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাই রাশিয়ার ভারত সংক্রান্ত সক্রীয়তা বাড়লেও নিজের নির্দিষ্ট ভারসাম্যের অবস্থানেই এখনও পর্যন্ত অনড় রয়েছে সাউথ ব্লক।


মন্তব্য
জেলার খবর