স্বামীর সাফল্যে উচ্ছ্বসিত পরীমনি

২৫ জুলাই ২০২২

ক্যারিয়ারের সেরা সময় পার করছেন পরীমনি। নানা কারণে প্রায় সময় আরোচনার কেন্দ্রে থাকছেন তিনি। বর্তমানে অনাগত সন্তানের অপেক্ষার প্রহর গুনছেন তিনি। একদিকে অনাগত সন্তানের অপেক্ষা, অন্যদিকে স্বামী শরিফুল রাজের সাফল্য। রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ সিনেমার মাধ্যমে তার বাস্তব জীবনের নায়ক সবার পরাণ কেড়ে নিয়েছেন। এ নিয়ে সামাজিক যোযোযোগ মাধ্যমে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন পরীমনি।

 

সবাইকে অবাক করে ৮ মাসের অন্তঃসত্ত্বা পরীমনি স্বামীকে অনুপ্রেরণা দিতে গত শনিবার রাজধানীর মিরপুরের সনি সিনেপ্লেক্সে হাজির হন সিনেমাটি দেখতে। বিশেষ প্রদর্শনীতে এসে বিশেষভাবে নজর কাড়েন পরীমনি। সকলের সঙ্গে বসে তিনি সিনেমাটি উপভোগ করেন। সেইসঙ্গে আলোচিত এ নায়িকা তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে কেঁদে ফেলেন। পরীমনি বলেন, রাজের ‘পরাণ’ সিনেমা হিট হয়েছে। এবারের ঈদের সফল সিনেমা এটি।

 

এ সিনেমার হল সংখ্যা বেড়েছে। রাজের অভিনয়ের প্রশংসা করছেন সবাই। অনেকেই বলছেন, রাজ ফাটাফাটি অভিনয় করেছে। আমাকে ফোন করেও অনেকে রাজের প্রশংসা করছেন। ওর প্রশংসার কথা শুনে কী যে ভালো লাগছে! এজন্য অনেক খুশি আমি। এবারের ঈদটাও আমার কাছে স্পেশাল।

 

লাইভ টেকনোলজির প্রযোজনায় ঈদের এ সিনেমার প্রদর্শনীতে এসেছিলেন সিনেমা ও টিভি নাটকের তারকা নির্মাতা-শিল্পীরা। ‘পরাণ’র জয়রথে হাজির হয়েছিলেন ইলিয়াস কাঞ্চন, আরিফিন শুভ, মিশা সওদাগর, নীরব, তমা মির্জা, দীঘি, টয়া, শাওন, মাহিয়া মাহি, সিয়াম আহমেদ, পূজা চেরী, সাইমন সাদিক, নুরুল আলম আতিক, গিয়াস উদ্দিন সেলিম, অরণ্য আনোয়ার, আশফাক নিপুণসহ অনেকে। পাশাপাশি ছিলেন ‘পরাণ’ সিনেমার শিল্পী বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান, পরিচালক রায়হান রাফী প্রমুখ।


মন্তব্য
জেলার খবর