দেশের মানুষ উন্মুখ হয়ে আছে: জিএম কাদের

২৫ জুলাই ২০২২

একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশায় দেশের মানুষ উন্মুখ হয়ে আছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। বলেছেন, ভোটাধিকার প্রতিষ্ঠিত না হলে জবাবদিহি নিশ্চিত হয় না। সোমবার (২৫ জুলাই) চাঁদপুর জেলা জাতীয় যুব সংহতি সম্মেলন প্রস্তুতি কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে জিএম কাদের এ কথা বলেন। রাজধানী ঢাকার বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে জাপা চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যান প্রস্তুতি কমিটির নেতারা।

জাপা চেয়ারম্যান বলেন, ভোটাধিকার হচ্ছে গণতন্ত্রের প্রবেশদ্বার। ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র নিশ্চিত হয় না, অধরা থেকে যায় সুশাসন, প্রতিষ্ঠিত হয় না মানবাধিকার।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, যুব সংহতির আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান শফিকুল ইসরাম শফিক, এইচ এম শাহরিয়ার আসিফ, জসিম উদ্দীন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হেলাল প্রমুখ উপস্থিত।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর