জুলাইয়ের ২১ দিনে রেমিট্যান্স এসেছে ১৬৪ কোটির বেশি ডলার

২৫ জুলাই ২০২২

চলতি জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে ১৬৪ কো‌টি ২৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন বিদেশে বসবাসরত বাংলাদেশিরা। প্রতি ডলারের বিনিময়মূল্য দেশিয় মুদ্রায় ৯৫ টাকা ধরলে এ রেমিট্যান্সের পরিমাণ দাঁড়ায় ১৫ হাজার ৬০৬ কোটি টাকা। এ তথ্য জানা গেছে  বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এক প্রতিবেদনে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, গত জুনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮৩ কো‌টি ৭২ লাখ ডলার। তার আগের মাসে এসেছিল এর চেয়ে ৪ কোটি ৮০ লাখ ডলার বেশি, ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার।

এমকে

 


মন্তব্য
জেলার খবর