মন্তব্য
বিচারের জন্য যে কোনও মামলায় প্রমাণ হিসেবে ডিজিটাল কনটেন্ট, তথ্য-উপাত্ত ও নথিপত্র গ্রহণ করতে পারবে আদালত। এমন সুযোগ রেখে এভিডেন্স অ্যাক্ট-২০২২ এর সংশোধনী মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে । সোমবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।
বৈঠকে ‘গ্রাম আদালত সংশোধন আইন-২০২২’ এর খসড়াতেও অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধনীতে গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ার সময় কমানো হয়েছে, ৩০ দিনের পরিবর্তে ১৫ দিন করা হয়েছে। বিচারকালে শিশুদের গ্রাম আদালতে আনা যাবে না।
এমকে