সাদ্দাম হোসেন, ধর্মপাশা (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জাড়ারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে পাঠদান শুরু না হওয়া ও নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি হওয়ার ঘটনা ঘটছে প্রতিদিন। ফলে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘটনাটি লাইভ আকারে দেখিয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান দাপ্তরিক কাজের কথা বলে প্রায়ই উপজেলা সদরে অবস্থান করেন। ফলে তিনি বিদ্যালয়ে নিয়মিতভাবে থাকেন না। আরেক সহকারী শিক্ষক শুভ দেবনাথের বাড়ি মধ্যনগর উপজেলার গলহা গ্রামে। তিনিও প্রায়ই বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন।
বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী তায়িবা জান্নাত বুশরার বাবা সেনারুল হক বলেন, শুভ দেবনাথ দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত। শনিবার সিদ্দিকুর রহমান ও শুভ দেবনাথ বিদ্যালয়ে যাননি। বিষয়টি নিয়ে আমি ফেসবুকে লাইভ করি এবং শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।
সহকারী শিক্ষক রুবি রাণী তালুকদার বলেন, ‘আগামী মাসে মাতৃত্বকালীন ছুটিতে যাবো। তাই আমার বাবা প্রতিদিন আমাকে নিয়ে আসেন। আজ (শনিবার) বাবার জরুরি কাজ থাকায় কিছুটা দেরিতে আসতে হয়েছে।’
সহকারী শিক্ষক শুভ দেবনাথ বলেন, ‘গত বৃহস্পতিবার বাড়িতে গিয়েছিলাম। শুক্রবারে বাড়িতে সংসারের কাজ থাকে। তাই শুক্রবারই বিদ্যালয়ে যাওয়ার উপায় নেই। এমনিতে পুরো সপ্তাহ স্কুলে থাকি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, ‘ ট্রলার মিস করায় শনিবার নির্ধারিত সময়ে বিদ্যালয়ে পৌঁছাতে পারিনি। প্রায়ই দাপ্তরিক কাজে উপজেলা সদরে যেতে হয়। আর বিষয়টিকে স্থানীয়রা অনুপস্থিত হিসেবে দেখে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস বলেন, ‘বিদ্যালয়ে না যাওয়ার ব্যাপারে দুই শিক্ষককে কারণ দর্শাণোর নোটিশ দেওয়া হবে।’
এমকে