এ বছর দেশের ১৮টি জেলায় বন্যায় আনুমানিক ৮৬ হাজার ৮১১ কোটি ৬৫ লাখ ৫৯ হাজার ৮৭২ টাকা পরিমাণের সম্পদের ক্ষতি হয়েছে। মারা গেছেন ১২ জন, আর আহত হয়েছেন ২ হাজার ৮৮০ জন। ১৪ জুন থেকে এ বন্যা শুরু হয়। সোমবার (২৫ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এ তথ্য জানিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, ইউএনএইচসিআর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা করবে। এ বন্যায় আশ্রিত মানুষের সংখ্যা ৭২ লাখ ৮১ হাজার ২০৪ জন। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২৮ লাখ ৩৯ হাজার ৬ জন। ক্ষতিগ্রস্ত ফসলের (সম্পূর্ণ) আনুমানিক মূল্য এক হাজার ২৫৮ কোটি ৫৩ লাখ ৯১ হাজার ১১২ টাকা এবং ক্ষতিগ্রস্ত ফসলের (আংশিক) আনুমানিক মূল্য ৫৫ হাজার ৯৫৭ কোটি ২১ লাখ ২০ হাজার ৫০৮ টাকা। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি (সম্পূর্ণ) ৩৬৪ কোটি ৮৪ লাখ ৫০ হাজার ৪৩ টাকা এবং (আংশিক) এক হাজার ৩৫৫ কোটি ৩ লাখ ১০ হাজার ৫৫৫ টাকা। ক্ষতিগ্রস্তের তালিকায় ব্রিজ, কালভার্ট পাকা সড়ক, ইট-নির্মিত সড়ক, কাঁচা সড়ক, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ, কমিউনিটি স্কুল, মসজিদ, মাদরাসা, মন্দির এবং বাঁধ রয়েছে।
এমকে