প্রথম মাসে পদ্মা সেতুর আয় ৭৪ কোটি টাকা

২৬ জুলাই ২০২২

পদ্মা সেতু উদ্বোধন করা হয়েছে চলতি বছরর ২৫ জুন। এরপর থেকে গত ৩০ দিনে (এক মাসে) সেতুর আয়ের অঙ্ক দাঁড়িয়েছে ৭৪ কোটি ২৬ লাখ ৬৩ হাজার ১৫০ টাকা। কেবল সড়ক পথ থেকে টোল বাবদ এ টাকা আদায় হয়। আদায় করা অর্থের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেতু পার হওয়ার সময় দেওয়া টোলও আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতু উদ্বোধন করেন, উদ্বোধনের দিনে প্রথম টোল দিয়ে সেতু পার হন তিনি।

সংশ্লিষ্টরা বলছে, এখন পর্যন্ত যে টোল আদায় হচ্ছে, সেটা প্রত্যাশার চেয়ে বেশি। সামনের দিনে টোল আদায়ের পরিমাণ আরও বাড়বে। সেতু কর্তৃপক্ষের হিসাবে, এ ৩০ দিনে সেতুর উপর দিয়ে ৬ লাখ ৪ হাজার ৯৩৮টি গাড়ি চলাচল করেছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মনিটরিং) মো. আবুল হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, বছরে ৫০০ কোটি টাকার বেশি টোল আদায় হবে বলে আশা তাদের। এখনো অনেক বাস রুট পারমিট পায়নি। তাছাড়া কালনা সেতু পুরোপুরি চালু হলে এ সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলের পরিমাণ বাড়বে। তখন টোলের পরিমাণ বাড়বে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) হিসাবে, যান চলাচলের উন্মুক্তের দিন ২৬ জুন  ২ কোটি ৯ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা, ২৭ জুনে ২ কোটি ১৯ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা, ২৮ জুন ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ১০০ টাকা, ২৯ জুন  ১ কোটি ৯২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা, ৩০ জুন ১ কোটি ৯৭ লাখ ৯২ হাজার ৪৫০ টাকা,  ১ জুলাই ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা, ২ জুলাই ২ কোটি ৩২ লাখ ৭১ হাজার ৬৫০ টাকা, ৩ জুলাই ১ কোটি ৯১ লাখ ৯৬ হাজার ৩৫০ টাকা, ৪ জুলাই ১ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ৩০০ টাকা, ৫ জুলাই ২ কোটি ২৬ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা, ৬ জুলাই ২ কোটি ৪২ লাখ  ৩ হাজার ৭৪০ টাকা, ৭ জুলাই ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা, ৮ জুলাই ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা, ৯ জুলাই ২ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা, ১০ জুলাই ১ কোটি ৪৬ লাখ ১০ হাজার ৮৫০ টাকা, ১১ জুলাই ৩ কোটি ৬০ লাখ ৫৫ হাজার ৪০০ টাকা, ১২ জুলাই ৩ কোটি ৫৩ লাখ ৬৪ হাজার ৪৫০ টাকা,১৩ জুলাই ৩ কোটি ৪ লাখ ২৮ হাজার ৪৫০ টাকা, ১৪ জুলাই ২ কোটি ৯১ লাখ ৪৮ হাজার ৫০ টাকা,

১৫ জুলাই ৩ কোটি ৬৫ লাখ ৮১ হাজার ৫০ টাকা, ১৬ জুলাই ৩ কোটি ৫৮ লাখ ১০ হাজার ৮০০ টাকা, ১৭ জুলাই ২ কোটি ৬২ লাখ ৮০ হাজার ১০০ টাকা, ১৮ জুলাই ২ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকা, ১৯ জুলাই ২ কোটি ১৫ লাখ ৪ হাজার ২০০ টাকা, ২০ জুলাই ২ কোটি ২ লাখ ৪৬ হাজার ১০০ টাকা, ২১ জুলাই ২ কোটি ৬ লাখ ২৬ হাজার ৪৫০ টাকা, ২২ জুলাই ৩ কোটি ১ লাখ ৩৪ হাজার ৬০০ টাকা, ২৩ জুলাই ২ কোটি ১৯ লাখ ২৩ হাজার ৪০০ টাকা আর ২৪ জুলাই ১ কোটি ৭৫ লাখ ৪৫ হাজার ১০০ টাকা আদায় হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর