বলিউডের জনপ্রিয় নায়ক রণবীর সিং। অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। অসাধারণ অভিনয় নৈপূণ্যতায় ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি একটি ম্যাগাজিনের জন্য নগ্ন হয়ে ফটোশুট করেছেন। এ নিয়ে সমালোনার শোরগোল উঠেছে।
রণবীরের সে ছবিগুলো ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর বাংলাদেশি এক অভিনেতা পোশাকবিহীন ফটোশুট করেছেন। রণবীর যেমন কৌশলে নিজের লজ্জাস্থান আড়াল করেছেন, তেমনি বাংলাদেশি অভিনেতা দড়ি দিয়ে আড়াল করেছেন। নগ্ন হয়ে ছবি তোলা এ অভিনেতার নাম শ্রাবণ শাহ। ‘আপন মানুষ’ চলচ্চিত্রে নায়িকা পরীমণির সঙ্গে অভিনয় করেছেন।
নগ্ন ছবি তোলা প্রসঙ্গে শ্রাবণ বলেন, এ ফটোশুট আমি এক বছর আগে করেছি। কিন্তু প্রকাশ করিনি।
এমন ফটোশুট করার কারণ জানাতে গিয়ে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শরীর নিয়ে এমন নিরীক্ষাধর্মী ফটোশুট হয়। কিন্তু বাংলাদেশে আমি কাউকে এমনটা করতে দেখিনি। আগ্রহ থেকেই এটা করেছি।
শ্রাবণ শাহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। ‘তোকে ভালোবাসতেই হবে’, ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘দাবাং’ ‘সন্ত্রাসী হামলা’, ‘অশান্ত মেয়ে’, ‘পরশ প্রেমের ছোঁয়া’ প্রভৃতি। ‘হুরমতি’, ‘মানুষ কেন অমানুষ’ ও ‘বাংলার হারকিউলিস’ সিনেমাগুলা মুক্তির অপেক্ষায় রয়েছে।
আরআই