ইবি প্রতিনিধি:
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ পদ্ধতির বাইরে নিজস্ব পদ্ধতিতে ৫টি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া এককভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ করবে আরও এক বিভাগ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেন।
নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া ৫ বিভাগের মধ্যে রয়েছে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের অধীন আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ এবং এ ইউনিটে নতুন অন্তর্ভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগ। এককভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ করবে বিজ্ঞান অনুষদভুক্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ।
এ পাঁচটি বিভাগের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ১৩ আগস্ট রাত ১২টা পর্যন্ত। এর মধ্যে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ আগস্ট এবং বিজ্ঞান অনুষদভুক্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ আগস্ট।
বিজ্ঞপ্তি অনুসারে ‘ডি’ ইউনিটের আবেদন ফি ১ হাজার ২৫০ টাকা ও শারীরিক শিক্ষা বিভাগে ১হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ‘ডি’ ইউনিটে মোট ৮০ নম্বরের ও শারীরিক শিক্ষা বিভাগে ১শ’ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
ভর্তি পরীক্ষা কমিটির সদস্য প্রফেসর ড. মু. ইয়াকুব আলী জানান, ভর্তিচ্ছুদেরকে অবশ্যই ২০২০ অথবা ২০২১ সালের উচ্চ মাধ্যমিক/সমমান এবং ২০১৭, ২০১৮ অথবা ২০১৯ সালে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) পাওয়া যাবে।
তাসনিমুল হাসান/এমকে