বোরো মৌসুম পর্যন্ত সারের সংকট হবে না: কৃষিমন্ত্রী

২৬ জুলাই ২০২২

দেশে আগামী বোরো মৌসুম পর্যন্ত সারের কোনও সংকট হবে না। সারের সরবরাহ নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চলছে। মঙ্গলবার (২৬ জুলাই) সচিবালয়ে প্রেস ব্রিফিংকালে  সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

কৃষিমন্ত্রী জানান, গ্যাস সরবরাহে ঘাটতি থাকায় ইউরিয়া সারের উৎপাদন কম হচ্ছে। তাই কয়েকগুণ বেশি দামে সরকারকে সার আমদানি করতে হচ্ছে। দাম বাড়ানো নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি, আলাপ-আলোচনা চলছে।  প্রধানমন্ত্রী চান, সারের দাম যেন না বাড়ে।

মন্ত্রী বলেন, ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) এবং টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সারের কোনও সংকট নেই। গ্যাসের সরবরাহে ঘাটতি থাকায় এ বছর ৫ থেকে ৬ লাখ মেট্রিক টন ইউরিয়া সার কম উৎপাদন হবে। ঘাটতি মেটাতে ইউরিয়া সার আমদানি করতে হবে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর