পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় রাজু (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার সদ্দারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজু দিনাজপুর জেলার মুরাদপুর গ্রামের হবিবর রহমানের ছেলে, পেশায় তিনি পাথর ব্যবসায়ী ছিলেন। গত ৬ মাস ধরে সদ্দারপাড়া এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তেঁতুলিয়া বাজার থেকে মোটরসাইকেল যোগে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন রাজু। পথে সদ্দারপাড়া এলাকায় ঈদগাহ সামনে তেঁতুলিয়া- বাংলাবান্ধা সড়ক থেকে মোটরসাইকেলটি বামপাশে ঘুরানোর সময় পেছনে থাকা একটি ট্রাক মোটরসাইকেলের পেছনে লেগে যায়। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়, ট্রাকটি পালিয়ে যায়। তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মো.সম্রাট হোসাইন/এমকে