পুলিশের সক্ষমতা বাড়াতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

২৬ জুলাই ২০২২

বর্তমান সরকার পুলিশকে আধুনিক করতে ও পুলিশের সক্ষমতা বাড়াতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কারণ হিসেবে বলেছেন, পুলিশকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। তাদেরকে সঠিকভাবে প্রশিক্ষিত না করতে পারলে আইন-শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়বে। মঙ্গলবার (২৬ জুলাই) পিএসসি’র ১৮তম বোর্ড সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। রাজধানী ঢাকার মিরপুরে পুলিশ স্টাফ কলেজের সম্মেলন কক্ষে এ সভা হয়।

জঙ্গি ও সন্ত্রাস দমনে বাংলাদেশ পুলিশের ভূমিকা দেশে-বিদেশে অত্যন্ত প্রশংসিত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলার ক্ষেত্রে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে পুলিশকে যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করতে হবে। এ ক্ষেত্রে পুলিশ স্টাফ কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সভায় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব  আখতার হোসেন, আইজিপি ড. বেনজীর আহমেদ,পিএসসি'র রেক্টর অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক প্রমুখ বক্তব্য দেন।

এমকে


মন্তব্য
জেলার খবর