ভারতে রাজ্যসভা থেকে ১৯ সংসদ সদস্য বরখাস্ত

২৭ জুলাই ২০২২

ভারতের রাজ্যসভা থেকে ১৯ জন সংসদ সদস্যকে সামিয়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ‘উশৃঙ্খল আচরণের’ অভিযোগ আনা হয়েছে। এর একদিন আগে একই অভিযোগে কংগ্রেস দলীয় চারজন সংসদ সদস্যেকে লোকসভা থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

বরখাস্তের আওতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসেরও ৭ জন রয়েছেন। বরখাস্ত হওয়া এমপিরা এক সপ্তাহের জন্য সংসদের চলতি বর্ষাকালীন অধিবেশনে যোগদান করতে পারবেন না।

 

এ বিষয়ে ক্ষমতাসীন বিজেপির পীযূষ গয়াল বলেছেন, রাজ্যসভা থেকে বিরোধী দলীয় সংসদ সদস্যদের বরখাস্ত করার সিদ্ধান্ত ভারাক্রান্ত হৃদয়ে নেওয়া হয়েছে। তারা স্পিকারের আবেদন উপেক্ষা করেই যাচ্ছিল।

 

বরখাস্ত হওয়ার পর তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও’ব্রিয়েন বলেন, এ সরকার গণতন্ত্রকে বরখাস্ত করেছে।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর