কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

২৭ জুলাই ২০২২

প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ব্রাজিল। আলফনসো লোপেজ স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় ভোরে প্যারাগুয়েকে ২-০ গোলে হারিয়েছে দেশটি। আগামী ৩১ জুলাই স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল খেলবে ব্রাজিল।

 

১৯৯১ সাল থেকে শুরু হওয়া নারীদের কোপা আমেরিকায় প্রতিবারই ফাইনাল খেলেছে ব্রাজিল। ২০০৬ বাদে প্রতিবারই শিরোপাও জিতেছে তারা। সে বছর  চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরেছিল তারা।

 

এবারও শিরোপার দ্বারপ্রান্তে ব্রাজিল। টুর্নামেন্টে একটিও গোল না খাওয়া ব্রাজিলের দরকার আর এক জয়। তাও টুর্নামেন্টের স্বাগতিক দল কলম্বিয়ার বিপক্ষে। কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে প্রথমার্ধের মাত্র ২৮ মিনিটের মধ্যেই প্যারাগুয়ের জালে দুইবার বল পাঠায় ব্রাজিল। শেষ পর্যন্ত সেই দুই গোলই ছিল জয়ের জন্য যথেষ্ট।

 

২০১৮ সালে স্বাগতিক চিলিকে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল। এবার তাদের সামনে আরেক স্বাগতিকদের হারিয়ে টুর্নামেন্টের অষ্টম শিরোপা ঘরে তোলার সুযোগ।


মন্তব্য
জেলার খবর