এখন ঋণ দরকার: অর্থমন্ত্রী

২৭ জুলাই ২০২২

এখন আমাদের ঋণ দরকার উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন,  বৈদেশিক মুদ্রার লেনদেনের ভারসাম্য রক্ষার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ঋণ আবেদন করা হয়েছে। শুধু আইএমএফ নয়, বিশ্বব্যাংক, জাইকা, এডিবিসহ সব দাতা সংস্থা ও উন্নয়ন সহযোগীদের কাছে ঋণ সহায়তা চাইব।

বুধবার (২৭ জুলাই) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। ভার্চুয়ালি  সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন অর্থমন্ত্রী।

ঋণ পরিশোধের ব্যাপারে বাংলাদেশের ওপর উন্নয়ন সহযোগীদের পূর্ণ আস্থা আছে জানিয়ে অর্থমন্ত্রী জানান, ঋণ দেওয়ার জন্য তারা আমাদের পিছে পিছে আছে। কারণ তারা জানে, বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতা আছে। সময়মতো ঋণ পরিশোধ করতে পারবে। কিছু দিন পর আবারও আমরা ঋণ দিতে পারবো, তখন দেশের কোনও ঋণ থাকবে না বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।

এমকে


মন্তব্য
জেলার খবর