অকটেন-পেট্রোল কিনতে হয় না সরকারকে: প্রধানমন্ত্রী

২৭ জুলাই ২০২২

অকটেন আর পেট্রোল সরকারকে কিনতে হয় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সরকার দেশের অভ্যান্তরে যে গ্যাস উত্তোলন করে, সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে রিফাইন করা পেট্রোল ও  অকটেন পায়। বুধবার (২৭ জুলাই) খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ  কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, যতটুকু চাহিদা তার থেকে অনেক বেশি পেট্রোল এবং অকটেন ‍আমাদের আছে। এগুলো অনেক সময় বাইরে বিক্রিও করি। তবে ডিজেল সরকারকে কিনতে হয় বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্ব পরিস্থিতির কথাও তুলে ধরেন। বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে আমেরিকার দেওয়া স্যাংশনের ফলাফল সারাবিশ্বে খাদ্য ঘাটতি। বিশেষ করে জ্বালানি, ভোজ্য তেলের অভাব। মুদ্রাস্ফীতি রক্ষা করতে উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে। উন্নত বিশ্বের দেশগুলো বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হচ্ছে। শেখ হাসিনা বলেন, প্রত্যেকটা দেশে এ দৃশ্য। বাংলাদেশে যেন এ রকম দৃশ্য না আসে সেজন্য আগাম পদক্ষেপ নিয়েছে তার সরকার। বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও পানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি খাদ্যাৎপাদন ও সঞ্চয় করার আহবান জানান প্রধানমন্ত্রী।

এমকে

 


মন্তব্য
জেলার খবর