নিষেধাজ্ঞার সময় শেষে সাগরে আশানুরূপ মাছের দেখা পাচ্ছেন জেলেরা। এতে মাছ ব্যবসার সঙ্গে জড়িতদের মাঝে উৎফুল্লতা বিরাজ করছে। নোয়াখালীর একটি মাছ ধরার ট্রলারের জেলেরা গত ৩ দিনে ৯৯ মণ ইলিশ মাছ শিকার করেছেন। সেই মাছ মঙ্গলবার হাতিয়ার চেয়ারম্যানঘাটে ২৩ লাখ সাড়ে ২৬ হাজার টাকায় নিলাম ডাকের মাধ্যমে বিক্রি হয়েছে। ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে ওই ট্রলারের ২১ জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যায় তিন দিন আগে।
জেলেরা বলছেন, গভীর সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে গত ২৩ জুলাই। এরপর উপকূলীয় বিভিন্ন জেলার জেলেরা ট্রলার নিয়ে মাছ ধরতে যাচ্ছে গভীর সমুদ্রে। কিছু কিছু ট্রলার মাছ নিয়ে মাছের বিভিন্ন ঘাটে ফিরে আসছে। প্রায় প্রতিটি ট্রলারেই বিপুল পরিমাণে মাছ রয়েছে। এর মধ্যে মঙ্গলবার ৯৯ মণ ইলিশ নিয়ে ফেরেন চট্টগ্রামের ফিশারিজ ঘাটের মাসুম সরকারের মা-বাবার দোয়া-৩ নামের একটি ট্রলার।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৩০ মিনিট ধরে নিলামের ডাক চলার পর প্রতি মণ ২৩ হাজার ৫০০ টাকা দরে ওই ৯৯ মণ ইলিশ বিক্রি হয়। ওই ট্রলারের জেলে মনির হোসেন স্থানীয় সাংবাদিকদের জানান, একসঙ্গে এতো মাছ ধরা পড়ায় এবং মোকামে মাছের ভালো দাম পাওয়ায় বেশ খুশি লাগছে।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন গভীর সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ ছিল। এর সুফল হিসেবে জেলেরা বেশি পরিমাণ মাছ ধরতে পারছেন সাগরে।
এমকে