কোনো আপদকালীন তিন মাসের খাদ্যশস্য কেনার জন্য রিজার্ভ রাখতে হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের এখন যে রিজার্ভ আছে তাতে তিন মাস কেন, ছয় মাস বা নয় মাসের খাবারও কিনে আনতে পারব। বুধবার (২৭ জুলাই) খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
খাদ্য উৎপাদনের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সেই পদক্ষেপ নিতে হবে, যাতে খাদ্যশস্য কিনতে না হয়। আমরা উৎপাদন করতে পারলে তো আর আমাদের রিজার্ভ খরচই হবে না। আপদকালের জন্য রাখতে হবে।
তার সরকারের সময় রিজার্ভ মজুত থাকা প্রসঙ্গে শেখ হাসিনা আরো বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির আমলে রিজার্ভ তিন বিলিয়নের কিছু ওপরে ছিল। সেখান থেকে আমরা ৪৮ বিলিয়ন পর্যন্ত রিজার্ভ বাড়াতে সক্ষম হয়েছি। তিনি জানান, আমদানি এবং উন্নয়নমূলক কাজ করতে গিয়ে আমাদের রিজার্ভ খরচ করতে হয়েছে। বিনা পয়সায় ভ্যাকসিন দিতে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করার অনেক চক্রান্ত চলছে। কিন্তু কেউ আমাদের এই অগ্রযাত্রাকে ঠেকাতে পারবে না। আমরা এগিয়ে যাচ্ছি অপ্রতিরোধ্য গতিতে, এগিয়ে যাব- দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা।
এমকে