এম.এ জিন্নাহ, চাটমোহর:
কয়েক বছর হচ্ছে প্রতিবছরই বাছুর ষাঁড় কেনেন শাহীন ফকির। পরিকল্পনা পালন করে মোটাতাজাকরণের পর সেই ষাঁড় বিক্রির লভ্যাংশ দিয়ে সংসারের জন্য বাড়তি কিছু করা। কোরবানিতে বিক্রি করেন। এবার কিনেছিলেন- দু’টি। কিন্তু দু’টি ষাঁড়ই অগ্নিদগ্ধ হওয়ায় ভেঙে পড়েছেন তিনি। কারণ, দেহের একটি বড় অংশ পুড়ে যাওয়ায় কোরবানির হাট আসা পর্যন্ত আর পুষতে পারবেন না আনুমানিক প্রায় তিন লাখ টাকা দামের ষাঁড় দু’টি।
শাহিনের বাড়ি পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের চরনবীন উত্তরপাড়া গ্রামে। রোববার (২০ মার্চ) দুপুরে তার বাড়িতে আগুন লাগে। আগুনে কেবল ষাঁড় দু’টিই দগ্ধ হয়নি, পুড়ে গেছে তার গোয়াল ও রান্নার ঘর। তবে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বাড়ির বসতঘরের খুব একটা ক্ষতি হয়নি। রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয় ।
ওই গ্রামের পল্লী চিকিৎসক আব্দুর রশীদ, নিজের আবাদি জমি নেই শাহীনের। বর্গা বা লিজ নিয়ে আবাদ করে কাঠা দশেক জমি। এক ছেলে আর এক মেয়ে রয়েছে শাহীন দম্পতির, তারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। মূলত দিনমুজরির আয়ে চলে তার সংসার। আগুনে শাহীন একটা বড় ক্ষতির সম্মুখীন হলো।
এমকে