সবশেষ মার্কিন প্রতি ডলারের বিনিময়মূল্য বাংলাদেশি টাকায় ৯০ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে খোলাবাজারে প্রতি ডলার বিনিময় হচ্ছে এ দর থেকেও অনেকটা বেশি, ১১২ টাকায়। ডলারের এ ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে চলবে আসবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বলেছেন, এ সংকট কেটে যাবে। ডলারের মূল্য নিয়ন্ত্রণে সরকার যেসব উদ্যোগ নিয়েছে, তার সুফল পেতে একটু অপেক্ষা করতে হবে। বুধবার (২৭ জুলাই) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন অর্থমন্ত্রী। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, এক্সপোর্ট ও রেমিট্যান্স থেকেও ডলার আসবে। গত বছর রেমিট্যান্স থেকে ২৫ বিলিয়ন ডলার এসেছে। এবার আরও বেশি আসবে। তিনি জানান, এক্সপোর্ট ও রেমিট্যান্স থেকে যে ডলার পাওয়া যাবে, সেটা দিয়ে বাৎসরিক ডলারের চাহিদা মেটানো সম্ভব।