মন্তব্য
ইরানের রাজধানীতে নিযুক্ত ফিলিস্তিনের ইসলামি আন্দোলন হামাসের প্রতিনিধি খালিদ কোদ্দুমি বলেছেন, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি মধ্যপ্রাচ্যে বড় ধরনের অচলাবস্থার সম্মুখীন হয়েছে। এ অঞ্চল ত্যাগ করা ছাড়া তার সামনে আর কোনো উপায় নেই। তিনি বুধবার তেহরানে ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধ অক্ষ’ শীর্ষক সম্মেলনে দেয়া বক্তব্যে এ কথা বলেন।
পশ্চিম এশিয়ায় ইহুদিবাদী ইসরাইল ও সাম্রাজ্যবাদী আমেরিকার গুণ্ডামির দিন শেষ হয়ে এসেছে উল্লেখ করে তিনি আরো বলেন, তাদেরকে এ অঞ্চল ত্যাগ করতেই হবে। ইহুদিবাদী ইসরাইল মুসলিম উম্মাহর শত্রু। এ শত্রুকে পরাজিত করতে সবাইকে ঐক্য ও সংহতি বজায় রেখে চলার আহ্বান জানান তিনি।