গত তিন মাসে যুক্তরাষ্ট্র তাদের পর্যবেক্ষণে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি দেখতে পেয়েছে। তবে র্যাবের উপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা এখনো অব্যাহত রয়েছে। রোববার (২০ মার্চ) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি (পলিটিক্যাল) ভিক্টোরিয়া নুল্যান্ড সাংবাদিকদের এসব কথা জানান। রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পার্টনারশিপ ডায়ালগ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নুল্যান্ড।
র্যাব প্রসঙ্গে ভিক্টোরিয়া নুল্যান্ড জানান, নিষেধাজ্ঞা একটি জটিল বিষয়। এটি নিয়ে চলমান আলোচনা গোটা আলোচনার খুব ছোট একটি অংশ। তিনি জানান, র্যাবের কার্যকলাপ, আইন-বহির্ভূত হত্যা ও গুম নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ আছে। তবে গত তিনমাসে এ বিষয়গুলো সমাধানে উন্নতি দেখতে পেয়েছি। প্রসঙ্গত, গত ডিসেম্বরে নিজেদের দেশে ভ্রমণে র্যাব এবং এর সাবেক ও বর্তমান বেশ কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
এমকে