জনশুমারির ফলাফলের প্রতিক্রিয়া জানালো বিএনপি

২৮ জুলাই ২০২২

সম্প্রতি ঘোষণা হওয়া জনশুমারির প্রাথমিক ফলাফল নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। এ প্রসঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মাথাপিছু আয় বেশি দেখানোর জন্য জনসংখ্যা কম দেখানো হয়েছে। এসব মানুষকে বিভ্রান্ত করা, প্রতারণা করা। বৃহস্পতিবার (২৮ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান। রাজধানী ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

বিএনপি মহাসচিব জানান, আমাদের হিসাবে আসে প্রায় ১৮ কোটি মানুষ। সেখানে ১৬ কোটি মানুষ দেখালে মাথাপিছু আয় বেশি দেখানোর সুবিধা হবেই। জনশুমারি নিয়ে সরকারের মন্ত্রীর বক্তব্যের প্রতি ইঙ্গিত করে ফখরুল বলেন, তারাই স্বীকার করেছেন- এবার জনশুমারির গণনা সঠিক হয়নি, বাড়ি বাড়ি যায়নি।

জনশুমারির অনিয়ম তুলে ধরতে গিয়ে মির্জা ফখরুল বলেন, একটা বাড়িতে গিয়ে দারোয়ানকে জিজ্ঞাসা করা হয়েছে- এ বাড়িতে কতজন লোক খায়। সে তো এতো সব বুঝে না। সে বলেছে, দিনের বেলা ২ জন আর রাতের বেলা ৪ জন খায়। এ বিষয়গুলো এটা তো জনশুমারি হতে পারে না।

এমকে


মন্তব্য
জেলার খবর