দালালের খপ্পরে পড়ে সবকিছু বিক্রি করে বিদেশে যাবেন না: প্রধানমন্ত্রী

২৮ জুলাই ২০২২

দালালের খপ্পরে পড়ে সবকিছু বিক্রি করে বিদেশে না যেতে দেশের যুব সমাজের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরামর্শ দিয়েছেন, বিদেশে যেতে চাইলে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে যেতে পারেন। প্রয়োজনে বিনা জামানতেও ঋণ দেওয়ার ব্যবস্থা করা আছে। জমিজমা, সম্পত্তি যাতে বিক্রি না হয়- সেই জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক তৈরি করা। বৃহস্পতিবার (২৮ জুলাই) দেশের ২৪টি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান। রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

দালালদের বিষয়ে সতর্ক করে প্রধানমন্ত্রী আরো বলেন,  দেশে একশ্রেণির দালাল আছে। এরা সোনার হরিণ ধরার স্বপ্ন দেখায়। তাদের খপ্পরে পড়বেন না। বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংক আপনাদের সাহায্য করবে। বেসরকারি খাতও এ ব্যাপারে যথেষ্ট উদ্যোগ নিয়েছে।

শুধু ডিগ্রি নিয়ে বসে থাকলে হবে না উল্লেখ করে যুবকদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, নিজেদের পায়ে দাঁড়াতে হবে। স্বতঃপ্রণোদিত কর্মসংস্থানের ব্যবস্থা করা তার সরকারের লক্ষ্য জানিয়ে শেখ হাসিনা বলেন, আমরা সেভাবেই কাজ করেছি। দেশকে ডিজিটাল করার চেষ্টা করে যাচ্ছি। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ব্যবস্থা নিয়েছি। এরই মধ্যে এর সুফলও পাচ্ছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। আরও বক্তব্য দেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ, জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম, মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন প্রমুখ।

এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর