মন্তব্য
ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে তিন কেজি গাঁজাসহ আ. রহিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ৮ টার দিকে ধলিগৌরনগর ইউনিয়নের পূর্ব চর উমেদ ৭ নং ওয়ার্ডের হাফিজ উদ্দিন বাজার থেকে তাকে আটক করা হয়।
আ. রহিম ধলিগৌরনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চতলা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, সে একজন মাদক ব্যবসায়ী। লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
কামরুজ্জামান শাহীন/এমকে