ডলার কেনাবেচায় কারসাজিতে লাইসেন্স বাতিল

২৮ জুলাই ২০২২

ডলার কেনাবেচায় কারসাজির প্রমাণ পেলে জড়িত মানিচেঞ্জার ও ব্যাংকগুলোর  লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের  মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইর সভাপতিসহ সংগঠনের সদস্যদের   সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মি. ইসলাম।

কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত দরের চেয়ে ১০ টাকারও বেশি দরে গ্রাহকদের কাছে ডলার বিক্রি করছে ব্যাংকগুলো। আর খোলাবাজারে ডলার রেকর্ড দাম ১১২ টাকায়ও বিক্রি হয়েছে। ডলারের দামের এ অস্থিরতা ঠেকাতে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের  মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ডলারের বাজার স্বাভাবিক রাখতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। এ কাজে বাণিজ্যিক ব্যাংকগুলোকেও এগিয়ে আসতে হবে। জড়িতদের চিহ্নিত করতে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন অভিযান অব্যাহত থাকবে।

এমকে


মন্তব্য
জেলার খবর