মানুষের জন্য কাজ করলে ভোট নিয়ে ভাবতে হবে না: স্থানীয় সরকারমন্ত্রী

২৮ জুলাই ২০২২

ভোট নয় বরং মানুষের জন্য কাজ করতে জনপ্রতিনিধিদের  প্রতি আহবান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, মানুষের জন্য কাজ করলে ভোট নিয়ে ভাবতে হবে না। জনপ্রতিনিধিদের মর্যাদার জায়গায় যেতে হবে। সমাজে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) স্থানীয় সুশাসন বিষয়ে অংশীজনদের সম্মেলন: অগ্রগতি, শিখন ও করণীয় শীর্ষক দিনব্যাপী জাতীয় সম্মেলনে এ কথা বলেন। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন হয়।

মন্ত্রী তাজুল বলেন, প্রতিষ্ঠানে স্বচ্ছতা থাকলে ও সুশাসন নিশ্চিত করতে পারলে জনগণের সঙ্গে জনপ্রতিনিধিদের সম্পর্ক তৈরি হয়ে যাবে। জনগণ জনপ্রতিনিধিদের কার্যক্রমে সুবিধা পেলে ভোটের সময় তাদের কাছে ক্যাম্পেইন করতে যেতে হবে না। মানুষকে দুঃশাসন ও অত্যাচার-অবিচার থেকে মুক্তি দিতে না পারলে বার বার মানুষের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে জনপ্রতিনিধিদের। মন্ত্রী জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষকে যৌথভাবে কাজ করে দেশকে উন্নত সমৃদ্ধির জায়গায় নেওয়ার আহবান জানান এ সময়।

স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী সম্মেলনে সভাপতিত্ব করেন। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শুয়ার্ড এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী, স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, মাঠ পর্যায়ে থেকে উপ-পরিচালক স্থানীয় সরকার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা এবং ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রকল্প কর্মকর্তা সম্মেলনে অংশগ্রহণ করেন।

এমকে


মন্তব্য
জেলার খবর