গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত তিন জন মারা গেছেন। এ সময়ে নমুনা পরীক্ষায় রোগটি শনাক্ত হয়েছে ৮২ জনের। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৮৩৭ জন। রোববার (২০ মার্চ) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৬০৯ জনের। এর মধ্যে ২৯ হাজার ১১৭ জন মারা গেছেন, সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭০ হাজার ৪৭১ জন। এক কোটি ৩৭ লাখ ১৮ হাজার ২৩৫টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের ১৪ দশমিক ২২।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় ০ দশমিক ৯ শতাংশ নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে। নমুনা সংগৃহিত হয়েছে ৯ হাজার ৬৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ৮২টি। মৃত্যুবরণকারীদের মধ্যে ২ জন পুরুষ এবং ১ জন নারী। বিভাগের মধ্যে ঢাকার ১ জন, খুলনার ১ জন এবং ময়মনসিংহের ১ জন মারা গেছেন। সরকারি হাসপাতালে ২ জন এবং বেসরকারি হাসপাতালে ১ জন মারা গেছেন।
এমকে