সোমালিয়ার দক্ষিণাঞ্চলে পৃথক বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন । বুধবার দুটি ভিন্ন স্থানে এ বোমা হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
দেশটির দক্ষিণের লোয়ার শাবেলে অঞ্চলের মার্কা শহরের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এক আত্মঘাতী বোমা হামলাকারী হামলা চালিয়ে শহরের মেয়র আবদুল্লাহি আলি ওয়াফো নিরাপত্তারক্ষী এবং বেসামরিক ব্যক্তিসহ ১৩ জনকে হত্যা করেছে। খবর আনাদুলু এজেন্সির।
মার্কা মূলত রাজধানী মোগাদিসু থেকে ৯০ কিলোমিটার দূরের একটি প্রধান শহর, যেখানে বেশ কয়েকটি আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষা মিশন কন্টিনজেন্ট অবস্থিত। মার্কা প্রশাসনের সদর দপ্তরের কাছেই এ হামলার ঘটনা ঘটে। আল-শাবাব সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে।
দক্ষিণ-পশ্চিম রাজ্যের প্রেসিডেন্ট আবদিয়াজিজ লাফতাগারিন এই আত্মঘাতী বোমা হামলা এবং মেয়রকে হত্যাচেষ্টার নিন্দা করে মেয়রকে দেশের "সেরা বেসামরিক কর্মচারীদের একজন" বলে অভিহিত করেছেন।