মন্তব্য
দক্ষিণ সিরিয়ার সুইদা প্রদেশে সশস্ত্র বাসিন্দা ও সরকারি নিরাপত্তা সংস্থার সঙ্গে জোটবদ্ধ গ্যাংদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে আল জাজিরা।
ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, "ফালহাউট" নামক একটি গ্রুপের দশজন সরকারি অনুগত এবং সাতজন স্থানীয় যোদ্ধা মঙ্গলবার ও বুধবার দ্রুজ-সংখ্যাগরিষ্ঠ প্রদেশের দুটি গ্রামে সংঘঠিত এ লড়াইয়ে মারা যান। এছাড়া লড়াইয়ে বেসামরিক নাগরিকসহ ৪০ জনেরও বেশি লোক আহত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
স্থানীয় সশস্ত্র গ্রুপের ঘনিষ্ঠ দুই ব্যক্তিকে অপহরণের পর সোমবার থেকেই এ অঞ্চলে উত্তেজনা বেড়ে যায়। এমনটাই দাবি স্থানীয় মিডিয়ার।