সাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা

২০ মার্চ ২০২২

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরো ঘণীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। সোমবার (২১ মার্চ) এটি শক্তিশালী হয়ে উপকূলে আঘাত হানতে পারে। বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদফতর সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সম্ভাব্য  ঘূর্ণিঝড়টির নাম হবে ‘অশনি’; এর অর্থ বজ্র বা বাজ। নামটি প্রস্তাব করেছে শ্রীলঙ্কা। এটি ভারত, বাংলাদেশ ও মিয়ানমার উপকূলে আঘাত হানতে পারে। তবে দেশের আবহাওয়াবিদদের একজন গণমাধ্যমকে জানিয়েছে, এর গতিপথ এখনও মিয়ানমারের দিকে।

এদিকে নিম্নচাপটির প্রভাবে সাগর উত্তাল রয়েছে। দেশের চার সমুদ্র বন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌযানকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বারণ করা হয়ে গভীর সাগরে বিচরণ করতে। মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 

রোববার (২০ মার্চ) নিম্নচাপটি সমুদ্রবন্দর চট্টগ্রাম  থেকে ১ হাজার ৩৮০ কিলোমিটার ও কক্সবাজার থেকে ১ হাজার ২৯৫ কিলোমিটার দক্ষিণে, মোংলা  থেকে ১ হাজার ৪৪০ কিলোমিটার ও পায়রা থেকে ১ হাজার ৩৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল।  

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর