চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
দেশীয় ধারালো অস্ত্রের (ফালা) আঘাতে রিয়াদ হোসেন (১১) নামের এক শিশু গুরুত্বর আহত হয়েছে। সঙ্কটাপন্ন অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হওয়ার পরে রিয়াদের আপন চাচা আ. মান্নানকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, নিজের বাবা ও চাচার (আ. মান্নান) মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচার ক্রোধের শিকার হয়েছে এ শিশু। শুক্রবার (২৯ জুলাই) দুপুরে পাবনার চাটমোহরের ধুলাউড়ি দিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রিয়াদ হোসেনের বাবার নাম আ. লতিফ।
জানা গেছে, রিয়াদ হোসেনকে আঘারত করার আগে আ. লতিফ ও আ. মান্নার পরিবারের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। এক পর্যায়ে আ. মান্নান ঘর থেকে ফালা বের করে রিয়াদের পেটে ঢুকিয়ে দেয়। এতে তার ভূড়ি বের হয়ে যায়। ভুক্তভোগীদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করে ও রিয়াদকে চাটমোহর সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রিয়াদকে পাবনায় স্থানান্তর করা হয়, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পুলিশ বলছে, এ ঘটনায় আ. মান্নানসহ ৩ জনের নামে মামলা করেছেন রিয়াদের বাবা।
এমকে