ভোলায় ডাকাত দলের সক্রিয় সদস্য আটক

৩০ জুলাই ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহনে তাজউদ্দিন ওরফে তাজু (৪২) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

তাজউদ্দিন ওরফে তাজু উপজেলার লালমোহন ইউনিয়নের দেওয়ান কান্দি গ্রামের মৃত সৈয়দ আহম্মদের ছেলে। লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাজউদ্দিন ওরফে তাজুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে লালমোহন ও চরফ্যাশন থানায় চুরি-ডাকাতিসহ ৮ টি মামলা রয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর