শিক্ষক নিপীড়ন ও সাম্প্রদায়িক হামলার ঘটনার বিচার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

৩০ জুলাই ২০২২

 

সাইফু উল্লাহ, সুনমগঞ্জ:

অব্যাহত শিক্ষক নির্যাতন-নিপীড়ন, হত্যা ও সাম্প্রদায়িক হামলার ঘটনার বিচার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি জেলা সংসদ ও বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১১টায় শহরের আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্টে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি গৌরী ভট্রাচার্যের সভাপতিত্বে ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি জেলা সংসদের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, উদীচীর সহসভাপতি রমেন্দ্র কুমার দে মিন্টু ,মহিলা পরিষদের সহসভাপতি সঞ্চিতা চৌধুরী , বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এড. এনাম আহমেদ, জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের মিয়া , জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মণি প্রমুখ।

বক্তারা বলেন, সাম্প্রতিক দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের উপর হামলা মামলা, জুতার মালা পড়ানো, তাদের হত্যা, নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার ইন্দনদাতাসহ জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার জন্য সরকারের নিকট দাবি জানান তারা। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি উচ্চারন করেন।

এমকে


মন্তব্য
জেলার খবর