প্রতিদিন শত শত মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে: মির্জা ফখরুল

৩০ জুলাই ২০২২

বর্তমান সরকার দেশের সড়ক ব্যবস্থাকে সরকার নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে  বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, প্রতিদিন শত শত মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে। শনিবার (৩০ জুলাই) এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন। বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ করে  মহানগর দক্ষিণ বিএনপি ।

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় পর‌্যটকবাহী মাইক্রোবাসের ১১ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১১ জন ছাত্র মাইক্রোবাসে যাচ্ছিল। ট্রেন এসে মেরে দিয়ে তাদের সবাইকে হত্যা করেছে। এ রকম অসংখ্য নজির প্রতিদিন দেখতে পারি আমরা। বর্তমান সরকার ক্ষমতায় থাকলে দেশের স্বপ্ন ধবংস হয়ে যাবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

দেশে বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। জানান, দুর্নীতি-চুরি, মেগা চুরির কারণে আজকে লোডশেডিং হচ্ছে। সরকার একদিকে বিদ্যুৎ উৎপাদনের নামে  হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে। আরেকদিকে জ্বালানি হিসেবে এলএনজি-এলপিজি গ্যাস আমদানি করছে। যারা আমদানি করেছে, তারা সব আওয়ামী লীগের ব্যবসায়ী। সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে উন্নয়নের নামে একটা ভাওতাবাজি জনগণের সামনে, বিশ্বের সামনে তুলে ধরে। বিশ্বকে ভুল বুঝাতে থাক মেগা প্রজেক্ট হচ্ছে,  চতুর্দিকে টানেল, চ্যানেল, ফ্লাইওভার, মেট্রোরেল— এসব দেখাচ্ছে। এতে দেশের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা অর্থনীতিবিদরা বুঝেন।

সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম সভাপতিত্ব করেন। আরো বক্তব্য দেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, সেলিমুজ্জামান সেলিম, মীর নেওয়াজ আলী, সাইফুল আলম নিরব, মহানগর দক্ষিণের হাবিবুর রশীদ হাবিব, ইশরাক হোসেন, নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, যুব দলের মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, কৃষক দলের হাসান জাফির তুহিন, মহিলা দলের সুলতানা আহমেদ প্রমুখ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর